২০১০-১১ সেশনের পূর্ব পর্যন্ত মেডিকেল ও ডেন্টাল আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হত। ২০১০-১১ সেশন থেকে মেডিকেল ও ডেন্টাল একসাথে ভর্তি পরীক্ষা নেয়া শুরু করে। ২০১৬-১৭ সেশন থেকে আবার আলাদা ভাবে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনের যোগ্যতাঃ
-
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান মিলে ন্যূনতম জিপিএ ৯.০০ (৪র্থ বিষয় সহ)
-
উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে জিপিএ ৮.০০ (৪র্থ বিষয় সহ)
-
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যা থাকতে হবে।
-
জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ (কমপক্ষে)
পরীক্ষার মানবন্টনঃ
-
মোট নম্বর=৩০০
-
পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে ২০০ নম্বর
এসএসসি তে প্রাপ্ত জিপিএ × ১৫=৭৫
এইচএসসি তে প্রাপ্ত জিপিএ ×২৫=১২৫
-
এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর।
জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি-১৫
সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪
-
পরীক্ষার সময় ১ ঘন্টা।
-
প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
-
পাশ নম্বর-৪০
- পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ০৫ নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বছরের সরকারী মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ০৭.৫০ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে।
বিডিএস মোট আসন বিবরণ ঃ
সাধারণ আসন- | ৫১৭ |
মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র কন্যার জন্য- | ১০ |
পশ্চাৎপদ জনগোষ্ঠির জন্য- | ০৫ |
মোট | ৫৩২টি |
এক নজরে বিগত বছরের পরীক্ষা ঃ
সেশন | ভর্তি পরীক্ষার তারিখ |
জাতীয় মেধায় ১ম স্থান অধিকারীর স্কোর |
ডিডিসি’র সর্বনিম্ন স্কোর |
সরকারী ডেন্টালে সর্বনিম্ন স্কোর |
২০১৭-১৮ | ১০ নভেম্বর ২০১৭ | ২৮৮.২৫ | ২৭৯.৫০ | ২৭১.০০ |
২০১৬-১৭ | ৪ নভেম্বর ২০১৬ | ২৮৩.৭৫ | ২৮৪.৫০ | ২৭১.০০ |
এক নজরে বাংলাদেশের সরকারী ডেন্টাল কলেজ ও আসন সংখ্যা-
ক্রঃ নং | কলেজ | প্রতিষ্ঠা | আসন সংখ্যা |
১ | ঢাকা ডেন্টাল কলেজ | ১৯৬১ | ৯৭ |
২ | চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ১৯৯০ | ৬০ |
৩ | রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ১৯৯০ | ৫৯ |
৪ | শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | ৫৬ |
৫ | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | ৫২ |
৬ | ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ২০১২ | ৫২ |
৭ | সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সিলেট | ২০১২ | ৫২ |
৮ | শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, বরিশাল | ২০১২ | ৫২ |
৯ | রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, | ২০১২ | ৫২ |
নোটঃ
- সরকারী ডেন্টাল কলেজে ভর্তির জন্য জাতীয় মেধায় ৮০% ও জেলা কোঠায় ২০% প্রার্থী নির্বাচন করা হয়।
- ডেন্টাল কলেজে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যায়।
- প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূল এবং এমসিকিউ পরীক্ষায় কমপক্ষে ৪০ পেতে হবে।